Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৩

বিভাগীয় পরিচিতি(আর্কিটেকচার)

আর্কিটেকচার টেকনোলজি

আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থায় কোথাও যদি শিল্প ও বিজ্ঞানের  সমন্বয় ঘটে থাকে সেটি হচ্ছে স্থাপত্য বিদ্যা বা আর্কিটেকচার। আর্কিটেকচার টেকনোলজির শিক্ষকগণের সার্বিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সৃজনশীল  ও কর্মদক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে বিদেশে  কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা হয়।

কর্মক্ষেত্র: ১০ম গ্রেডের উপ-সহকারী স্থপতি হিসেবে LGED, NHA, PWD, MES, স্থাপত্য অধিদপ্তর,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও রাজউক-সহ সরকারি বিভিন্ন সংস্থায় এবং বিভিন্ন  বেসরকারি কনসাল্টিং ফার্ম, ইন্টেরিয়রর ফার্ম, ডেভেলাপার কোম্পানীতে কাজ করার সুযোগ রয়েছে।

ল্যাবসমূহ : ক্যাড ল্যাব ১ টি, রেন্ডারিং এন্ড অ্যানিমেশন ল্যাব ১ টি,ম ডিজাইন ল্যাব ৫ টি, মডেল মেকিং ল্যাব ১টি, মাল্টিপারপাস সপ ১ টি।