অবকাঠামোঃ ৪.৩ একর প্রতিষ্ঠান চত্বরে ৪ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, ৩ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, একটি মসজিদ ও ৩ তলা বিশিষ্ট তিনটি হোস্টেল আছে যাদের নাম রূপসী বাংলা, সোনালী বাংলা ও শ্যামলী বাংলা । এই ক্যাম্পাসে ওয়েটিং রুম ,গার্ড রুম এবং নান্দনিকতাপুর্ণ ১টি ক্যাফেটেরিয়া আছে-যার পশ্চিম লাগোয়া সুন্দর ১টি খেলার মাঠ আছে। মাঠের পশ্চিম সীমানায় শহীদ মিনার আছে। এখানে সুপরিয়র গ্রন্থসমৃদধ ১টি গ্রন্থাগার আছে যার মধ্যে সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণার রয়েছে।
চিত্রঃ একাডেমিক ভবন চিত্রঃ শ্যামলী বাংলা চিত্রঃ সোনালী বাংলা
চিত্রঃ রূপসী বাংলা চিত্রঃ লাইব্রেরি চিত্রঃ বঙ্গবন্ধু কর্ণার