Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৩

পটভূমি ও ইতিহাস

ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটঃ

এই প্রতিষ্ঠান ১৯৮৫ সালে কারিগরি শিক্ষার ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করার জন্য আর্কিটেকচার এবং ইলেকট্রনিক্স টেকনোলজি দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে কম্পিউটার সাইন্স এন্ড  টেকনোলজি,ইলেকট্রোমেডিকেল এবং ইলেকট্রিক্যাল টেকনোলজি চালু করা হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্ষেত্রে প্রথম থেকেই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই প্রতিষ্ঠানটি ১৯৯৮ সালে কারিগরি শিক্ষাক্ষেত্রে  সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এ ছাড়াও ২০০৮ সালে এই প্রতিষ্ঠানটি ‍APACC  দ্বারা অনুমোদিত হয়।

অবস্থানঃ এটি আগারগাঁও শের-ই-বাংলা নগরে অবস্থিত। ক্যাম্পাসটির পশ্চিমে পরিসংখ্যান ব্যুরো, ও পূর্বে আবহাওয়া অধিদপ্তর, উত্তরে প্রশস্ত সড়ক এবংতার বিপরীতে আছে জাতীয় প্যারেড গ্রাউন্ড এর পশ্চিম গেট।

অবকাঠামোঃ ৪.৩ একর প্রতিষ্ঠান চত্বরে ৪ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, ৩ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, একটি মসজিদ ও ৩ তলা বিশিষ্ট তিনটি হোস্টেল আছে যাদের নাম রূপসী বাংলা, সোনালী বাংলা ও শ্যামলী বাংলা । এই ক্যাম্পাসে ওয়েটিং রুম ,গার্ড রুম এবং নান্দনিকতাপুর্ণ ১টি ক্যাফেটেরিয়া আছে-যার পশ্চিম লাগোয়া সুন্দর ১টি খেলার মাঠ আছে। মাঠের পশ্চিম সীমানায় শহীদ মিনার আছে। এখানে সুপরিয়র গ্রন্থসমৃদধ ১টি গ্রন্থাগার আছে যার মধ্যে সুসজ্জিত বঙ্গবন্ধু কর্ণার রয়েছে।

 

        

       চিত্র: একাডেমিক ভবন                                                    চিত্র: শ্যামলী বাংলা হোস্টেল    

        

     চিত্র: সোনালী বাংলা হোস্টেল                                                     চিত্র: রুপসী বাংলা হোস্টেল

কোর্স কারিকুলামঃ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড দ্বারা এখানকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হয়। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর মোট আসনসংখ্যা-৮০০টি(প্রতি বছর)। এই শিক্ষা ব্যবস্থায় ৮টি সেমিস্টার রয়েছে।  ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে পাঠানো হয়।

ভর্তির যোগ্যতা :

১ম পর্বে  : এসএসসি / সমমান

৩য় পর্বে  : এইচএসসি বিজ্ঞান বিভাগ (গণিত সহ)

৪র্থ পর্বে : সংশ্লিষ্ট  ট্রেডে এইচএসসি (ভোক)

 

শিক্ষার্থীদের সুবিধাঃ

১। দেশের সকল সরকারি পলিটেকনিকের মত এখানেও প্রতি সেমিস্টারে বেতন, সেশন ও ভর্তি ফি একত্রে  ৯৯০/- টাকা মাত্র।

২। উপবৃত্তিঃ  প্রতি সেমিষ্টারে শিক্ষার্থীদের শতভাগ সরকারি ৪০০০/- টাকা উপবৃত্তি প্রদান করা হয়।

 

গ্রন্থাগারঃ গ্রন্থাগারটিতে টেকনোলজি ভিত্তিক সহায়ক গ্রন্থ , সাহিত্য , ধর্ম , ইতিহাস, বিজ্ঞান প্রভৃতির বাংলা ও ইংরেজি সংস্করণ এবংবঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত ছবি ও বইয়ের  সমাহার রয়েছে।

 

    

          চিত্র:   বঙ্গবন্ধু কর্ণার                                                                          চিত্র:     লাইব্রেরী

সহ-শিক্ষা কার্যক্রম:

    

প্রতি পর্বে খেলাধুলা, সাংস্কৃতিক ও বিভিন্ন জাতীয় দিবস পালিত হয়।

 

                    রোভার স্কাউটঃ                                                ক্যান্টিন ও ইউটিলিটি সপঃ