কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি
পৃথিবী দিনদিন কম্পিউটার নির্ভর হচ্ছে। ফলে কম্পিউটার সাইন্স এ পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার সুযোগও বাড়ছে । কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের একটি সমৃদ্ধ টেকনোলজি। ৪র্থ শিল্প বিপ্লব (4IR) এর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচির পূর্ণতায় কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির গুরুত্ব অপরিসীম।
কাজের ক্ষেত্র : উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) হিসেবে সরকারি -বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং আইটি প্রতিষ্ঠানে Software Engineer, Web developer, Network Engineer, Apps Developer, Grapics Designer Database Developer, Programer ইত্যাদি পদে চাকরির সুবিধা রয়েছে।
ল্যাব : Hardware Lab, Software Lab, Network Lab, Iot Lab সহ মোট ৬ টি সমৃদ্ধ ল্যাব রয়েছে।