ইলেকট্রিক্যাল টেকনোলজি
আজকের দিনে বিদ্যুৎ ছাড়া একটি মুহূর্তও চলা যায় না। এমন কোন ক্ষেত্র নাই যা বিদ্যুৎ ছাড়া চলে। তাই ইলেকট্রিক্যাল আধুনিক বিশ্বে একটি গুরুত্বপূর্ণ টেকনোলজি।
কর্মক্ষেত্র: ইলেকট্রিক্যাল প্রকৌশলী হিসেবে BPDB, DPDC, DESCO, PGCB, BREB, NPCBL, NESCO, BTCL প্রভৃতি জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন ও টেলিকমিউনিকেশন ভিত্তিক সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১০ম গ্রেডে চাকরির সুযোগ রয়েছে।
ল্যাব সংখ্যা : ৫ টি ।
উচ্চ শিক্ষাক্ষেত্র: এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা দেশে ডুয়েটসহ সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান হতে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ পায়।