ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি
ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজি একটি অত্যাধুনিক টেকনোলজি। যা প্রকৌশলবিদ্যা এবং চিকিৎসাবিদ্যার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। এখানে প্রকৌশলের অর্জিত জ্ঞানকে চিকিৎসাবিদ্যার উন্নতির পিছনে কাজে লাগানো হয় যেমন চিকিৎসায় ব্যবহৃত নানা যন্ত্রপাতির ডিজাইন, ক্রমান্বয়ে উন্নতি সাধন , টিস্যু ইঞ্জিনিয়ারিং এবং অধুনা কৃত্রিম বুদ্ধিমত্তাকে চিকিৎসায় প্রয়োগ ইত্যাদি। এছাড়াও এখানে মেডিক্যাল ইকুইপমেন্ট উন্নয়ন, আর্টিফিসিয়াল প্রসথেসিস ডিজাইনিং এবং চিকিৎসাক্ষেত্রের সামগ্রিক মানোন্নয়নে কাজ করে। এখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, Electromedical Instrumentation Lab, Electromedical Project & Practice Lab এবং Monitoring lab।
কাজের পরিধি: সরকারি -বেসরকারি হসপিটালসহ সকল স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে ও সরকারি পলিটেকনিক এবং টিএসসিতে ১০ম গ্রেডের চাকুরির সুবিধা আছে। তাছাড়াও Technical Specialist, Medical Technologist , Technical
Officer, Service Engineer , Maintainance Engineer in (medical service) ইত্যাদি সেক্টরে চাকুরির সুবিধা রয়েছে।