Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৩

বিভাগীয় পরিচিতি (নন-টেক)

নন-টেক বিভাগ

পাঁচটি টেকনোলজির বাইরে আরও রয়েছে নন-টেক বিভাগ যা কারিগরি শিক্ষায় গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পর্যায়ের বাংলা,ইংরেজী, ম্যাথমেটিক্স,ফিজিক্স,কেমিষ্ট্রি,সোশ্যাল সায়েন্স, একাউন্টিং থিউরি এন্ড প্র্যাকটিস,ইনোভেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, বিজনেস কমিউনিকেশন, এনভাইরনমেন্টাল ম্যানেজমেন্ট এবং ফিজিক্যাল এডুকেশন এন্ড লাইফস্কিল বিষয়ে শিক্ষাদান করা হয়- যা ছাত্র-ছাত্রীদের ব্যাক্তিগত ও সামাজিক বিকাশেও সাহায্য করে।

ল্যাব: নন-টেক বিভাগে দুটি সমৃদ্ধ ল্যাব রয়েছে। যথা: কেমিষ্ট্রি ল্যাব, ফিজিক্স ল্যাব।

 

                                 

চিত্র: কেমেষ্ট্রি ল্যাব                                                             চিত্র: ফিজিক্স ল্যাব